টাঙ্গাইলে যমুনা নদীতে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস
নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাক নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ মোস্তাক উপজেলার কালিপুর গ্রামের হানিফ আলীর ছেলে।

ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোবিন্দাসী ঘাট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন ২২ বছর বয়সী মোস্তাক। কিছুদূর যাওয়ার পর হঠাৎ নৌকা থেকে পড়ে যান তিনি।

আরও পড়ুন:

পরে নৌকার মাঝি ও যাত্রীরা তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।

এসএইচ