অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-রাজশাহীর কর কমিশনার বিপ্লব কান্তি দাস এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।
আরও পড়ুন:
আলোচনা সভায় বক্তারা ভ্যাট দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘ভ্যাট হলো বাংলাদেশের ভবিষ্যতের আর্থিক চালিকাশক্তি। এ শক্তিকে সমৃদ্ধ করার জন্য সকল সেক্টর থেকে নিয়মিত ভ্যাট দিতে হবে। করদাতাদের থেকে আন্তরিকতার সঙ্গে কর আদায় করতে হবে। রাষ্ট্র আমাদের জন্য অনেক কিছু করেছে এখন রাষ্ট্রকে দেয়ার পালা। নিজের স্বার্থের জন্য হলেও রাষ্ট্রের জন্য কাজ করতে হবে।’
এসময় নিয়মিত ভ্যাট ও ট্যাক্স দিতে সবাইকে আহ্বান জানানো হয়। শেষে করদাতাদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা।





