ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত

আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে এবার দিবসটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) ময়মনসিংহ টাউন হল মোড়ে সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এরপর মানববন্ধন শেষে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী।

ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচকরা দেশকে দুর্নীতি মুক্ত করতে দেশের কর্মক্ষেত্র, অবকাঠামো দুর্নীতিসহ সকলের জায়গা থেকে কাজের স্বচ্ছতা আনার পাশাপাশি দুর্নীতি মুক্ত দেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের তরুণই বড় শক্তিই হয়ে আগামী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে এমনটাই মত দেন আলোচকরা।

এএইচ