টাঙ্গাইলে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্র নিহত

দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল
দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে তাওহীদ নামে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। আজ (সোমবার, ৭ ডিসেম্বর) সকালে নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাওহীদ কালিহাতীর রামপুর দরগাবাড়ী গ্রামের প্রবাসী হারুন অর রশিদের ছেলে। আহত জিহাদ ও হাসানও একই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন:

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ জানান, মোট তিনটি মোটরসাইকেল নিয়ে ৯ জন কিশোর ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে তাওহীদ নিহত হন এবং জিহাদ ও হাসান আহত হন। আহতদের সঙ্গে থাকা বন্ধুরা তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এসএইচ