প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়া প্রায় আড়াই ঘণ্টা পর ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেয়া হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল।

আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সন্ধায় রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেয়।

এর আগে, বিকেলে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন:

ইঞ্জিন বিকলের এ ঘটনায় আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন আটকে ছিল, এতে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা।

এসএইচ