তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে রাজশাহী মেডিকেলের টেকনোলজিস্টরা; ভোগান্তিতে রোগী

রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি
রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি | ছবি: এখন টিভি
0

চাকরিতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেছেন তারা।

এ কর্মসূচিতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা যুক্ত হয়েছেন। এতে রাজশাহী সরকারি হাসপাতালে কর্মবিরতির সময় রোগীদের রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআইসহ অন্যান্য পরীক্ষা করতে গিয়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:

রাজশাহীর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দসহ সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের মতো তাদেরও চাকরিগত মর্যাদা আছে। দীর্ঘদিন ধরে এ বৈষম্যের স্বীকার হয়ে আসছেন তারা।

তারা বলেন, দশম গ্রেডে উন্নীত হওয়ার দাবি অনেক দিন থেকেই করা হচ্ছে। কিন্তু দায়িত্বশীল কেউ গুরুত্ব দিচ্ছে না।

দশম গ্রেডে উন্নীত না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। চলমান এ কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা ব্যবস্থায় সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এসএইচ