মানিকগঞ্জে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় খাল থেকে আনছার উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনছার উদ্দিন সাটুরিয়া ইউনিয়নের পানাইজুরী গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

আজ (রোববার, ৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পানাইজুরী গ্রামের পাশের খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা সাটুরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে খালে অচেনা এক ব্যক্তির দেহ ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি থানায় জানান। মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সাটুরিয়া থানার ওসি এ আর এম আল মামুন বলেন, ‘মৃত আনছার উদ্দিনের স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি নিয়মিত গান শুনতে রাতে বাইরে যেতেন। শনিবার রাতেও তিনি বাড়ি ফিরেননি। তারা ধারণা করেছিলেন, তিনি আগের মতোই হয়তো কোথাও গান শুনতে গেছেন। তিনি মৃগী রোগেও আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও, কোনো অস্বাভাবিকতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

এএইচ