পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ত্রিশাল সরকারি নজরুল অ্যাকাডেমির মাঠে দুই বন্ধু ফাহিম ও অনিকের মধ্যে কথা কাটাকাটি হয়।
আরও পড়ুন:
একপর্যায়ে অনিক একটি চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ফাহিম গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়।
অভিযুক্ত অনিক মন্ডল ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার পর সে রক্তমাখা কুড়াল হাতে নিয়ে ত্রিশাল থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা এবং মাদক নিয়ে এ ঘটনা ঘটেছে।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা রুবেল জানান, আসামি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা এবং মাদক নিয়ে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।





