পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান

কাজী মো. সায়েমুজ্জামান
কাজী মো. সায়েমুজ্জামান | ছবি: এখন টিভি
0

দুদকের আলোচিত সাবেক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামান এবার জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন পঞ্চগড়ে। সোমবার (১৭ নভেম্বর) তিনি সীমান্ত জেলা পঞ্চগড় যোগদান করেন। তার আগেই নিজের ফেসবুক পেজে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ করেন তিনি।

আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) বিকেলে জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘একটা লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে এসেছি। ওই লাগেজ আর মানুষের ভালোবাসা নিয়েই ফিরতে চাই। পঞ্চগড়কে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে চাই। আমি দুর্নীতি করবো না। অন্যকেও করতে দেবো না।’

তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন। ভোট রক্ষা মানে দেশ রক্ষা। নিজের সবটুকু দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সাথে পঞ্চগড়ের উন্নয়নের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আশ্বাস তার।’

দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সেজু