সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে খুলনায় প্রতিবাদ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ
বিক্ষোভ সমাবেশ | ছবি: সংগৃহীত
0

খুলনায় আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। আজ (রোববার, ৯ নভেম্বর) বেলা ১২টায় শুরু হয়েছে এ প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে খুলনা সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। পাশাপাশি বিএনপি, জামাত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

আরও পড়ুন:

এ সময় বক্তারা জানান, সাংবাদিকদের ওপর যুগের পর যুগ ধরে হামলা চালানো হচ্ছে। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেখা যাচ্ছে না। সাংবাদিক শাওন ও কামরুলের ওপর হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এর আগে, গতকাল বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারই প্রতিবাদের এ বিক্ষোভ কর্মসূচি পালন করে সাংবাদিক সংগঠনগুলো।

ইএ