মানিকগঞ্জে ধরা পড়া কুমিরকে বন অধিদপ্তরের কাছে হস্তান্তর

এলাবাসীর কাছ থেকে বন অধিদপ্তরের কাছে কুমির হস্তান্তর
এলাবাসীর কাছ থেকে বন অধিদপ্তরের কাছে কুমির হস্তান্তর | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের পদ্মা নদীর শাখা নদীতে ধরা পড়া কুমিরটি অবশেষে বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ (শনিবার, ৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কুমিরটি হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

এর আগে শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয় কয়েকজন যুবক ফাঁদ পেতে কুমিরটিকে আটক করেন।

বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘গত এক মাস ধরে হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে কুমিরটি দেখা যাচ্ছিল। পরে শুক্রবার রাতে স্থানীয়রা কুমিরটিকে আটক করে। আজ দুপুরে সেটি বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক মাস আগে থেকেই পদ্মার শাখা নদীর চরবংখুড়ি, বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও তন্ত্রখোলা এলাকায় কুমিরটির দেখা মিলছিল। এতে নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নিরাপত্তার জন্য নদীতে নামা বন্ধ করে দেন।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ দপ্তরের কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘ধরা পড়া কুমিরটি গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেখানে কুমিরটির চিকিৎসা ও সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

এএইচ