ফরিদপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সাংবাদিক মুজাহিদুল ও জিডির কপি
সাংবাদিক মুজাহিদুল ও জিডির কপি | ছবি: সংগৃহীত
1

ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলামকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উঠেছে। এ ঘটনায় মুজাহিদ আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মুজাহিদুল ইসলাম জানান, সম্প্রতি আওয়ামী লীগের পদধারী নেতাদের দিয়ে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি করা সংক্রান্ত সংবাদ প্রকাশ করেন। সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও দলটির কেন্দ্রীয় উপকমিটির সদস্য নুরুল হাসান মিয়ার ছোটভাই হাসিবুল হাসান হাসিবকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে বসানো নিয়ে প্রশ্ন তোলেন।

এতে ক্ষিপ্ত হয়ে গতকাল (বুধবার, ৫ নভেম্বর) রাত ৮টার দিকে হাসিবুল মেসেঞ্জারে কল দিয়ে এবং একাধিক অডিও বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন মুজাহিদুল।

জিডিতে মুজাহিদুল উল্লেখ করেন, ‘হাসিব অত্যন্ত অশ্রাব্য ও হুমকি সূচক ভাষায় বলেন, তুই লেখার কে? আমি আসতেছি তোর হাড্ডি খুলে ঝুলোবানি। প্রত্যেক জয়েন্ট জয়েন্টে আলাদা করে দিবানি। আমি তোকে হুমকি দিচ্ছি না, আমি আইসে তোকে হাড্ডি ভাঙ্গবানি। তুই আমাকে চিনিস?’

আরও পড়ুন:

তিনি জানান, এই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহ জালাল আলম জিডির বিষয় নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সেজু