চিকিৎসক সংকটে ব্যাহত বান্দরবান সদর হাসপাতালের সেবা

0

চিকিৎসক সংকটসহ নানা অব্যবস্থাপনায় বান্দরবান সদর হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। ময়লা আবর্জনায় নোংরা হয়ে আছে হাসপাতালের পরিবেশ। এতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন সেবাপ্রত্যাশীরা। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, পর্যাপ্ত জনবল ও চিকিৎসকের অভাবেই এ অবস্থা হয়েছে।

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে বান্দরবান সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা। প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে শতশত রোগীর। বড় কোনো অপারেশন থিয়েটার ও আইসিইউ সেবা না থাকলেও প্রতিদিন শত শত রোগী সেবা নিতে আসেন এ হাসপাতালে। কিন্তু চিকিৎসক সংকটে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

কাগজে-কলমে ২৭ জন থাকার কথা থাকলেও সদর হাসপাতালে রয়েছেন ১৫ জন, কিন্তু তারাও নিয়মিত আসেন না কর্মস্থলে। তাছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক কর্মস্থলে আসেন সপ্তাহে এক থেকে দুই দিন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যান রোগীরা।

আরও পড়ুন:

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বান্দরবানের সব থেকে বড় হাসপাতাল হয়েও সঠিক সেবা পাচ্ছেন না তারা। সিনিয়র ডাক্তাররাও রোগী দেখেন না। তারা রাউন্ডে যায়, তবে রোগী দেখেন না। তবে এসব সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান কর্মকর্তা।

বান্দরবান সদর হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডা. দীলিপ চৌধুরী বলেন, ‘যতদিন আমরা জনবল পাচ্ছি না, ততদিন রোগীদের সার্ভিস দেয়া সম্ভব হচ্ছে না। সংকট কাটিয়ে উঠলে আমরা আমাদের সার্ভিসটা আরও ভালোভাবে দেয়ার চেষ্টা করবো।’

২০০৫ সালে ৫০ থেকে একশো শয্যার হাসপাতালে উন্নীত করা হয় বান্দরবান সদর হাসপাতালকে। তবে শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি জনবল।

এফএস