সরাইলে দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধে সংঘর্ষে জড়ালো গ্রামবাসী, আহত ১৫

বিরোধে সংঘর্ষ
বিরোধে সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ (বুধবার, ৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে সাত্তার ও এমদাদের মধ্যে জায়গা দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করে। এমদাদুল টাকা চাইলে তার ভাই সাত্তার জানায় বিক্রয় প্রক্রিয়া শেষ হওয়ার পর টাকা দেবে।

এ নিয়ে মতবিরোধ তৈরি হলে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মীমাংসার জন্য সালিশ বৈঠক ডাকা হয়। তবে সালিশে কোনো সুরাহা হয়নি।

আরও পড়ুন:

বিষয়টি নিয়ে দুই ভাইয়ের হয়ে গ্রামের দুটি পক্ষ আজ সকালে সংঘর্ষে জড়ায়। গ্রামে খোলা জায়গায় চলে এ সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সেজু