আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) সকালে গৌরীপুর রেলওয়ে জংশনে রেললাইনের ওপর স্লিপার ফেলে ঢাকাগামী আন্তঃনগর হাওর ট্রেন আটকে রেলপথ বিক্ষোভ করে মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনের অনুসারীরা।
নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে গৌরীপুর জংশনে যাত্রাবিরতি করে।
আরও পড়ুন:
এসময় বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করা হয়।
এসময় হিরণের অনুসারীরা ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেয়। একপর্যায়ে অবরোধকারী রেললাইনে শুয়ে পড়ে। এসময় করে প্রায় ৩০ মিনিট ট্রেনটি আটকে রাখে অবরোধকারীরা।
খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আখতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম স্টেশনে এসে অবরোধকারীদের রেললাইন থেকে সরিয়ে দেয়। পরে ১০টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ত্যাগ করে।
জানা গেছে, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুজনেই ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে সোমবার ইকবাল হোসাইনকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পান।
পরে মনোনয়নবঞ্চিত হিরণের সমর্থকরা সোমবার রাতেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ করে।





