নিহতরা হলো মোহাম্মদ হাছান (৮) ও মোহাম্মদ নূরী (১০)। তারা টৈটং ইউনিয়নের বনকানন এলাকার মো. আমিনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার মায়ের সঙ্গে মোহাম্মদ হাছান ও মোহাম্মদ নূরী টৈটং ইউনিয়নের কইড়ার পাড়ার খালার বাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে খালা বাড়ির পাশে পুকুরের পাড়ে দুই সহোদর স্থানীয় অন্য শিশুদের সাথে খেলছিল।
এক পর্যায়ে তারা দুইজনই পুকুরের পানিতে পড়ে যায়। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানিতে ভাসমান অবস্থায় হাছান ও নূরীকে উদ্ধার করে। পরে দুই সহোদরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।





