এর আগে সকালে উপজেলার বিরিশিরি ইউনিয়নের সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কম্বলসহ সোহেল মিয়াকে আটক করে পুলিশ।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে চৈতাটি গ্রামের সোহেল মিয়াসহ (৪৮) উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেনের (৩৮) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
আরও পড়ুন:
পুলিশ জানায়, সোমেশ্বরী নদীপথে ইঞ্জিন চালিত ট্রলারে করে ভারতীয় কম্বল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সোহেল মিয়াকে আটক করে পুলিশ।
এই সময় ইঞ্জিনচালিত একটি নৌকায় তল্লাশি চালিয়ে বড় প্লাস্টিক, কয়েকটি বস্তা থেকে ২০০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এসব কম্বল দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো চক্রটি।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। মামলা দায়েরের মাধ্যমে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।





