মেট্রোরেল দুর্ঘটনা: নারায়ণগঞ্জে নিহত কালামের প্রথম জানাজা সম্পন্ন, শরীয়তপুরে দাফন আজ

নিহত আবুল কালাম আজাদের প্রথম জানাজা সম্পন্ন
নিহত আবুল কালাম আজাদের প্রথম জানাজা সম্পন্ন | ছবি: সংগৃহীত
2

রাজধানীর ফার্মগেইটে মেট্রোরেলের পিলার থেকে পড়ে যাওয়া বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালাম আজাদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল (রোববার, ২৬ অক্টোবর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়ায় শ্বশুরবাড়ির পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। এলাকার বাইতুল ফালাহ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাত ১০টায়। আজ (সোমবার, ২৭ অক্টোবর) বেলা ১১টায় দ্বিতীয় জানাজা শেষে কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় তার দাফনকার্য সম্পন্ন হবে বলে জানা যায়।

রাতে কালামের মরদেহ সিদিধেরগঞ্জে তার ভাড়া বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন কালামের আত্মীয়-স্বজনরা। এসময় তাকে এক নজর দেখতে ভিড় জমান স্থানীয় লোকজন ও আশেপাশের মানুষ। প্রিয় মানুষটির এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও এলাকাবাসী। 

তারা বলছেন, মাত্র পাঁচ বছর আগে দাম্পত্য জীবন শুরু করা আজাদ (৩৫) ও প্রিয়ার (২৫) সংসার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় মনোয়ার ভিলায় থাকতেন তারা। নিজ শ্বশুরবাড়ির মাত্র একশত গজ দূরে বাসা ভাড়া নিয়েছিলেন। তাদের ঘর আলো করে আসা আব্দুল্লাহ (৪) ও ফারিয়া (২) নামের দুই সন্তান।

সেখানে তার জানাজায় স্থানীয় রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নিহতের স্ত্রীর বড় ভাই সোহান জানান, কালামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইল পাড়া (পাঠানটুলি)। রাত ১০টায় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। সেখানে আজ বেলা ১১টায় দ্বিতীয় জানাজা শেষে কালামের দাফন সম্পন্ন হবে। 

এসময় কালামের পরিবারের জন্য সরকার ঘোষিত সব প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ডিএইচ বাবুল জানায়, নিহত কামাল ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে একজন সদালাপী ও বন্ধুত্বপূর্ণ মানুষ ছিলেন তিনি। যেকোনো প্রয়োজনে কালামের পরিবারের পাশে থাকার কথাও জানান তিনি।

এসএইচ