মেট্রোরেল দুর্ঘটনা: নারায়ণগঞ্জে নিহত কালামের প্রথম জানাজা সম্পন্ন, শরীয়তপুরে দাফন আজ
রাজধানীর ফার্মগেইটে মেট্রোরেলের পিলার থেকে পড়ে যাওয়া বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালাম আজাদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল (রোববার, ২৬ অক্টোবর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়ায় শ্বশুরবাড়ির পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। এলাকার বাইতুল ফালাহ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাত ১০টায়। আজ (সোমবার, ২৭ অক্টোবর) বেলা ১১টায় দ্বিতীয় জানাজা শেষে কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় তার দাফনকার্য সম্পন্ন হবে বলে জানা যায়।