মৎস্যসম্পদের স্থাপনা, ল্যান্ডিং স্টেশনগুলোর অবস্থা খুবই খারাপ: উপদেষ্টা ফরিদা

পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আখতার
পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আখতার | ছবি: এখন টিভি
0

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যসম্পদ বাংলাদেশে অর্থনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এর স্থাপনা, ল্যান্ডিং স্টেশনগুলোর অবস্থা খুবই খারাপ। ইনভেস্টমেন্ট না বাড়ালে এটা ভালো করার কোনো স্কোপ নাই।

আজ (রোববার, ২৬ অক্টোবর) দুপুরে রাঙামাটির কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, স্থাপনাগুলো খুবই জরাজীর্ণ অবস্থা দেখে আমার খারাপ লেগেছে। ফলে এখন আমার চেষ্টা হলো যে, কিছু ইনভেস্টমেন্ট করতেই হবে। ইনভেস্টমেন্ট না বাড়ালে এটা ভালো করার কোনো স্কোপ নাই। কিন্তু এটা উন্নত করলে আমাদের দেশের মৎস্যসম্পদের কার্যক্রম অনেক বেড়ে যাবে।

আরও পড়ুন:

কোনো বিশেষ দলকে নির্বাচনে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ওপর কোনো বৈদেশিক চাপ রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সেটা আমার জানা নাই। এরকম তথ্য নিয়ে আসলে হয় কি যে, শোনা কথা নিয়ে মন্তব্য করা আমাদের জন্য ঠিক না। আপনাদেরও (সাংবাদিক) প্রশ্ন করা ঠিক না। সেজন্য আমি বলবো যে, আমি নিজের কাজ করে যাচ্ছি। নির্বাচন পর্যন্ত কাজ করে যাবো। এইটুকু আমি বলতে পারি।

রাঙামাটি ও চট্টগ্রামে তিন দিনের সরকারি সফরের প্রথম দিন দুপুরে তিনি রাঙামাটি কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, কাপ্তাই লেকের বিভিন্ন উপকেন্দ্র, অভয়াশ্রম ও বিএফডিসির গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাঙামাটি পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, বিএফডিসি রাঙামাটি ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সেজু