মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় বাসিন্দারা ছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দসহ অরুয়াইল বাজারের ব্যবসায়ীরা অংশ নেন।
২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় সংগঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডের মামলায় গত ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার হন মাহবুবুর রহমান। যদিও ওই মামলার এজহারভুক্ত নন মাহবুবুর রহমান। মূলত মাহবুব একটি চক্রের মামলা বাণিজ্যের শিকার বলে দাবি করেন তার স্বজনরা।
আরও পড়ুন:
মানববন্ধনে বক্তব্য রাখেন অরুয়াইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. শফিক এবং গ্রেপ্তার মাহবু্বুর রহমানের বড়ভাই হাবিবুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘মাহবুব ছাত্রলীগের একটি কমিটিতে আছে উল্লেখ করে তাকে একটি চক্র গ্রেপ্তার করিয়েছে। কিন্তু ওই তালিকাটি ভুয়া। তার পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত নয়। এছাড়াও গত ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সরাইল থানায় হওয়া ওই মামলার এজাহারেও মাহবুবের নাম নেই। শত্রুতাবশত ভুল তথ্য দিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়েছে।’ দ্রুত তার মুক্তির দাবি জানান বক্তারা। পরে মানববন্ধন শেষে বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।’
জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে। তদন্তাধীন অবস্থায় কে জড়িত, কে জড়িত না- এ ধরনের কথা বলা শোভা পায় না।’





