মানববন্ধনে বক্তারা বলেন, একজন সৎ ও কর্মঠ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হয়েছে। তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ইউএনও রোকনুজ্জামান খানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন।
আরও পড়ুন:
বক্তারা বলেন, তিনি আমতলীতে যোগদানের এক সপ্তাহ আগে ৬ এপ্রিল তার মাকে ঢাকা পাঠানোর পথে আমতলী নতুন বাজার চৌরাস্তায় কয়েকজন সরকারি কর্মকর্তার অনুরোধে একটি হোটেলে চায়ের নিমন্ত্রণে প্রবেশ করেন। তাকে দেখে হোটেলে আগে থেকে বসা একজন স্থানীয় ব্যক্তি কুশল বিনিময় করতে আসলে তারা একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন। সেই ছবি নিয়ে কয়েক মাস পর একটি মহল ভিন্ন তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করছে।
এছাড়াও ঝালকাঠিতে কর্মরত এক সরকারি কর্মকর্তার সঙ্গে পারিবারিক একটি ছবি নিয়ে বিতর্ক সৃষ্টির পায়তারা করছে চক্রটি। ছবিটি মূলত কলাপাড়ার আমতলী ও বরগুনার খাদ্য কর্মকর্তাদের পারিবারিক অনুষ্ঠানের ছবি বলেও জানান বক্তারা।





