এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দেশের প্রাণী ও পশু সম্পদ খাতে শুরু থেকেই চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় যুগান্তকারী ভূমিকা রাখছে।
আরও পড়ুন:
তারই ধারাবাহিকতায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রাণী সম্পদ গবেষণা, উদ্ভাবন ও চিকিৎসায় নতুন নতুন আবিষ্কার নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ বছর দেশি-বিদেশি ৫ শতাধিক গবেষক ১৬০ টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপন করবেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের প্রফেসর এমিরেটস ড. আলেসডেয়ার।
এছাড়া সম্মেলনে পোল্ট্রি রিসার্চ, হ্যাচারি রিসার্চসহ ২০টি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীর পাশাপাশি ফিড তৈরিকারক ও মেডিক্যাল প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।
তিনদিনের এ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ও মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা যোগ দেবেন।





