রাস্তায় লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা: বিআরটিএ চেয়ারম্যান

বিআরটিএ চেয়ারম্যানের চেক হস্তান্তর
বিআরটিএ চেয়ারম্যানের চেক হস্তান্তর | ছবি: এখন টিভি
1

ফিটনেসবিহীন পুরোনো লক্কড়-ঝক্কড় যানবাহন চলাচল করতে দেয়া হবে না এবং দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের স্বজনদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবু মমতাজ বলেন, ‘দেশব্যাপী দক্ষ চালক তৈরির লক্ষ্যে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া একজন ব্যক্তিকেও ড্রাইভিং লাইসেন্স দেয়া হবে না। ট্রেনিং শেষ করার পরে লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে পারবেন চালকরা।’

এতে দক্ষ চালকের সংখ্যা বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন:

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশে গাড়ির পরিমাণ অনুযায়ী চালক অনেক কম। এজন্য অনেক চালক দিনে ১৫ থেকে ১৬ ঘণ্টা গাড়ি চালাই। এতে চালকদের ঘুম চলে আসে। এতে প্রশিক্ষিত চালকও সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। তাই ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এতে অভিজ্ঞ চালকের সংখ্যা বাড়বে। কমে আসবে দুর্ঘটনা।’

তিনি বলেন, ‘বিগত দিনে একটি যানবাহনের নাম পরিবর্তন করতে এক বছরের বেশি সময় লাগত। যা এখন একদিনে করা হচ্ছে। এতে দুর্নীতি কমে এসেছে। দুর্নীতি কমাতে আমরা দেশের সব বিআরটিএ কার্যালয়গুলোকে একত্রিত করে অফিসে বসে ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে করছি।’

অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের ১৬ জন স্বজনদের মাঝে ৮০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এসএস