এদিকে এ ঘটনায় আকলিমা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া এলাকার বিধবা মরিচফুল বেগম সুদে টাকা ধার দিয়ে তার ৮ সন্তানের সংসার চালাতেন। কিছুদিন আগে প্রতিবেশী কালাম মরিচফুলের কাছ থেকে দেড় লাখ টাকা সুদে ধার নিয়ে ওই টাকা ফেরত দিতে টালবাহানা করছিলেন।
এছাড়া মরিচফুলদের যাতায়াতের রাস্তায় কালাম ও ফরিদ মিয়াদের একটি খোলা টয়লেট নিয়ে ফরিদ, জয়নাল, ও বাবুল সরকার গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল।
আরও পড়ুন:
এরই জের ধরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে কয়েকজন মরিচফুলের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দুপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় মরিচফুল বেগমের।
ওইসময় আহত হন জসমত আলী (৪৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৭), সুমন মিয়া (১৯) ও হুজুরা বেগম (৩০)।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে জসমত আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উপল হাসান জানান, ৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তার মধ্যে মরিচফুল বেগমকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন জানান, দুপক্ষের সংঘর্ষে এক নারী মারা গেছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এরইমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।





