নেত্রকোণায় পুকুর থেকে চা দোকানদারের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নেত্রকোণার আটপাড়ার পুগলগাও গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় রাজন মিয়া (২৬) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

রাজন আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের অভয়পাশা-দেশিউড়া গ্রামের আবুল কালামের ছেলে। চৌরাস্তা বাজারে চায়ের দোকানদার ছিলেন তিনি।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজন মিয়া দোকানের কাজ শেষ করে রোববার আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। আজ তার নিজ গ্রামের সামনের পোগলগাও নামক গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাজন প্রায় সময় কাউকে কিছু না বলে চলে যেতো। আজ তার মরদেহ পাওয়া গেছে। স্থানীয়রা আমাদেরকে জানালে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তার মৃত্যুর রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ।’

এসএস