ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ

ফরিদপুরে বিক্ষোভ
ফরিদপুরে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বৃহত্তর ফরিদপুর মানেই শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী। ওই সব জেলার ভাইরা তাদের স্বাস্থ্য শিক্ষাসহ দৈনন্দিন কাজে ফরিদপুরে আসেন। আজ কেন তারা বৈরী আচরণ করছেন এটা আমাদের বোধগম্য নয়। আমরা সরকারপ্রধানের কাছে আহ্বান জানিয়ে বলবো, যত দ্রুত সম্ভব ফরিদপুরকে বিভাগ ঘোষণা করুন। অন্যথায় রাজপথে নেমে দাবি আদায় করা হবে। ফরিদপুরের প্রশ্নে আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ।

আরও পড়ুন:

এ সময় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরবার ইতু, বিএনপির কিবরিয়া স্বপন, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সেজু