টানা তিনদিন চলবে আনন্দ আয়োজন। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে আবেশ নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে আবেশের সভাপতি, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ জানান, আগামী ২৪-২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে দেড়শ’ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৪ ডিসেম্বর বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে আনন্দ আয়োজন থাকবে। টানা তিনদিনই নানা আয়োজন থাকবে।
আবেশ সভাপতি বলেন, ‘১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র দেশে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। দেড়শ বছরেরও বেশি সময় ধরে স্কুলটি দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব উপহার দিয়েছে।’
দেড়শ বছর পূর্তি উপলক্ষে এরইমধ্যে বিতর্ক উৎসব ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
আবেশের সহ প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক ড. তৌফিকুল ইসলাম মিথিল ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান প্রমুখ উপস্থিত ছিলেন।





