অন্নদার দেড়শ' বছর পূর্তিতে তিনদিনের আনন্দ আয়োজন
নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ’ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যসহ সাবেক প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের আশা করছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ)।