নিহত পেয়ারা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোটজামবাড়ীয়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। সংসার জীবনে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পেয়ারা বেগমের স্বামী হাফিজুর রহমার ঈশ্বরদী ইপিজেড এলাকায় দিন মজুরির কাজ করেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী হাফিজুর রহমার পলাতক রয়েছেন।
আরও পড়ুন:
বাড়ির মালিক রিপন হোসেন জানান, প্রায় এক মাস পূর্বে হাফিজুর রহমার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে মাঝেমধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।’





