পুলিশ জানায়, সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি ভ্যাসপা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কোনো এক যানবাহন, সেটি দেখা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠায়।
জানা যায়, অধ্যাপক শিব শংকর রায় রাজশাহী মেডিকেলে আনার আগেই মারা গিয়েছেন, আর আসাদুজ্জামানকে হাত ও পায়ে গুরুতর জখমসহ হাসপাতালটির আইসিইউতে ভর্তি করানো হয়েছে, তার এখনও জ্ঞান ফেরেনি।
মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদুল এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানান, শিব শংকর রায় এবং আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল। ছুটির দিনে তারা খুব ভোরে আসাদুজ্জামানের একটি ভ্যাসপা মোটরবাইকে চেপে নওহাটার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। এসময় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
তারা জানান, মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। এতে দূর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করছেন তারা।
জানা যায়, মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য বর্তমানে রাজশাহী মেডিকেলের মরচুয়ারীতে রাখা হয়েছে। বেলা ১২টার মধ্যে তার মরদেহ গ্রামের বাড়ি পাবনার সুজানগর পাঠানোর কথা বল জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক হতাহতের ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মর্কেটিং বিভাগ ও দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন।





