ফরিদপুর বিভাগ বাস্তবায়নসহ ১০ দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান | ছবি: এখন টিভি
0

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও দৌলতদিয়া-পাটুরিয়া পথে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণসহ বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের ১০ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ফরিদপুর উন্নয়ন কমিটি। ফরিদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপিটি প্রদান করা হয়।

আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার হাতে দাবি সম্বলিত এ স্মারকলিপিটি তুলে দেয়া হয়।

অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, ভাঙ্গায় মান মন্দির নির্মাণ করে একটি সায়েন্স সিটি স্থাপন, ফরিদপুরে লাইনের মধ্যে গ্যাস সংযোগ প্রদান, মহিলা ক্যাডেট কলেজ নির্মাণ, টেপাখোলা লেক থেকে ভুবনেশ্বর নদী খনন করে পদ্মা নদীর সাথে সংযোগ স্থাপন, সদরপুরের বাইশরশি জমিদার বাড়িসহ ফরিদপুরের প্রত্নতান্ত্রিক নিদর্শন সমূহের সংরক্ষণ করা এবং কবি জসীমউদ্দীন স্মৃতি কমপ্লেক্সকে পরিপূর্ণ পর্যন্টন কেন্দ্র হিসেবে রূপান্তর করা।

আরও পড়ুন:

স্মারকলিপি গ্রহণ করে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘তিনি ফরিদপুরবাসীর প্রাণের দাবি সম্বলিত এই স্মারকলিপিটির অতিদ্রুততম সময়ে প্রধান উদেষ্টার সচিবালয়ে পাঠিয়ে দেবেন।’

ফরিদপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মো. আব্দুল আজিজ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বর্তমান সরকারের সময়েই মধ্যে দাবিসমূহ বাস্তবায়িত হয়ে ফরিদপুর তার পুরাতন ঐতিহ্য ফিরে পাবে এবং যোগ্য মর্যাদায় দেশের অন্যতম জেলা হিসেবে পরিণত হবে।’

স্মারকলিপি প্রদানের সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন ফরিদপুর উন্নয়ন কমিটির সভাপতি ডা. এম এ জলিল।

অন্যান্য সদস্যবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন, অ্যাড. আবদুস সামাদ, সাংবাদিক-পান্না বালা ও মাহবুব হোসেন পিয়াল, অধ্যাপক তারেক আইয়ুব খান, অধ্যাপক আজাদ উদ্দিন, মো. মাহবুবর রহমান, মো. হাফিজুর রহমার মিঞা, আলাউদ্দিন আহম্মদ প্রমুখ।

সেজু