আজ (রোববার, ৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, জজকোর্ট ও আদালতের সামনে প্রতিবাদ কর্মসূচিতে দাঁড়ান জেলার টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।
আরও পড়ুন:
জেলার প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক এনএন জীবন, আতিয়ার সজল, আরিফুর রহমান, শেখ আবদুল হান্নান ও নাজমুল হক শামীম প্রমূখ।
এ সময় ফেনীর কর্মরত সাংবাদিকরা দাবি তোলেন দ্রুত সময়ে এ ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তার করতে হবে। সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে দ্রুত প্রদক্ষেপ নিতে হবে।





