টানেল কর্তৃপক্ষ জানায়, দ্রুতগতিতে চলার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে যায়। এতে ৪–৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর টানেল কর্তৃপক্ষ দ্রুত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
আরও পড়ুন:
বিষয়টি নিশ্চিত করে টানেলে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনীর কর্নেল ফারুক আহমেদ বলেন, ‘অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানি হয়নি।’
এ বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বাসটি টানেল কর্তৃপক্ষ উদ্ধার করে জব্দ করে রেখেছে। এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। এ ঘটনায় চার–পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।’





