ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ নিহত ২ জন

ঝিনাইদহে বাস চাপায়  নিহত
ঝিনাইদহে বাস চাপায় নিহত | ছবি: সংগৃহীত
0

ঝিনাইদহে বাস চাপায় এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ (বৃহস্পতিবার,২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ঝিনাইদহের নগরবাথানের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানযাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলো ওই গ্রামের চালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মন্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিফাত হোসেন নামের ৭ বছরের এক শিশু নিহত হয়। আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ ২ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করে। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এফএস