আজ (বৃহস্পতিবার , ২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে আগে স্থানীয়রা বাসটি ও আহতদের উদ্ধার করে।
আরও পড়ুন:
নিহত ও আহতদের ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজন মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
মহিপাল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ হারুন উর রশিদ বলেন, ‘চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমন ঘটনা ঘটেছে। মৃত্যু এবং গুরুতর আহতের খবর পেয়েছি তবে এর সংখ্যা এখনও জানতে পারিনি। আমাদের পুলিশ কাজ করছে। কী কারণে দুর্ঘটনা হতে পারে তা এখনও নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।’





