মানববন্ধনে বক্তারা বলেন, ‘সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটন খাত বিকশিত করতে বিমানবন্দর স্থাপন অত্যন্ত জরুরি। সুন্দরবন, ভোমরা স্থলবন্দর ও কৃষি উৎপাদনের কারণে সাতক্ষীরার কৌশলগত গুরুত্ব রয়েছে। বিমানবন্দর হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
আরও পড়ুন:
এসময় বক্তারা দৈনিক প্রথম আলোতে সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনেরও তীব্র প্রতিবাদ জানান। এ নিয়ে তারা বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত এ সংবাদ জেলার ন্যায্য উন্নয়ন দাবিকে ছোট করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।’
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে সাতক্ষীরায় বিমানবন্দরসহ বিশ্ববিদ্যালয় স্থাপন, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের দাবিও জানানো হয়।





