যশোর পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতির অভিযোগে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন

যশোরে মানববন্ধন
যশোরে মানববন্ধন | ছবি: সংগৃহীত
0

যশোর পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী মহাসিন আলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির আউটসোর্সিং কর্মীরা আজ ( রোববার, ২৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করে। এসময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক আউটসোর্সিং কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে জানানো হয়েছে, যশোর পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘদিন ধরে আউটসোর্সিং হিসেবে কর্মী রেখে কাজ পরিচালনা করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে ৩১ জন জনবল নিয়োগ দেয়া হয়। কিন্তু সেখানে বিগত কয়েক বছর ধরে কাজ করে আসা কর্মচারীদের থেকে সাত জনকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

এসময় আরও জানানো হয়, মূলত ঊর্ধ্বতন হিসাব সহকারী মহাসিন আলী ঘুষ না পেয়ে ওই সাত জনকে বাদ দিয়ে নতুন সাতজনকে নিয়োগ দিয়েছেন। এজন্য তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন তিনি। এমনকি অপ্রাপ্তবয়স্ক একজনকে নিয়োগ দেয়া হয়েছে।

এসময় মানববন্ধন থেকে মহাসিন আলীর অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্ত করার দাবি করা হয়। পাশাপাশি ওই নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিও জানানো হয় মানববন্ধনে।

এফএস