আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স থেকে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ পর্যন্ত শতাধিক অংশগ্রহণকারী নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।
এরপর রাঙামাটি জিমনেশিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা পরিষদে এসে শেষ হয়। পরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
আরও পড়ুন:
এসময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক হাবিব আজমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম, রাঙামাটির জোন কমান্ডার লে. কর্নেল জুনায়েদ খানসহ নানা শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান বলেন, ‘আশা করি আগামী দিনে আমরা এ সেক্টরকে আরও উন্নত করতে পারবো। বিভিন্ন দেশ পর্যটন শিল্পের মাধ্যমে তাদের অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়ে গেছে। যদিও আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারিনি। তবে এখানকার স্থানীয়দের সম্পৃক্ত করে পর্যটন শিল্পের অনেক কিছুই করার আছে।
অনুষ্ঠানে পর্যটন খাতে অবদানের জন্য তিনজনকে সম্মাননা প্রদান ও মাসব্যাপী ‘ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের ৪০ অংশগ্রহণকারী হাতে সনদ তুলে দেয়া হয়।





