খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

১৪৪ ধারা জারি
১৪৪ ধারা জারি | ছবি: এখন টিভি
0

পার্বত্য জেলা খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কার কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে ১৪৪ ধারা জারি করা হয়।

আদেশে বলা হয়, আজ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা কার্যকর থাকবে।

এই আদেশ কার্যকর থাকাকালীন সময়ে জনসমাগম, মিছিল, সমাবেশসহ যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সেজু