এসময় ৬০টি মন্দিরে দায়িত্বে থাকা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকেরা প্রণোদনা গ্রহণ করেন। ময়মনসিংহ সদরের কোতোয়ালি থানার বিভিন্ন দুর্গম ইউনিয়নের মন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন:
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার বলেন, ‘উৎসব যার যার, দেশটা সবার। বিগত সময় হিন্দুদের সংখ্যালঘু বলে দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখা হয়েছে। আমরা কাউকে সংখ্যালঘু বলবো না। সবাই বাংলাদেশি। হিন্দুধর্মের সবচেয়ে বড় উৎসবে তাদের পাশে থাকার জন্য আর্থিক সহায়তা বিতরণ করা হয়।’
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ, সদস্যসচিব আখতার উল আলম বুলবুল, যুগ্ম আহ্বায়ক ইয়া হিয়া হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





