আটক ব্যক্তিরা হলেন, মা ও শিশু কল্যাণ সংস্থার বাগানপাড়া শাখার ম্যানেজার মোছা. সামলা, ক্যাশিয়ার সুমেরা, কর্মী মোনয়ারুল ইসলাম, হালিমা খাতুন ও নাফিসা।
আরও পড়ুন:
গ্রাহকরা জানান, গত ৬ মাস ধরে কাউকে টাকা তোলার সুযোগ দিচ্ছে না এনজিওটি। এমনকি পালিয়ে গেছেন উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। পরে গ্রাহকরা একত্রিত হয়ে মা ও শিশু কল্যাণ সংস্থার কার্যালয় ঘেরাও করে কর্মকর্তা-কর্মচারীদের আটকে রেখে পুলিশে দেয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে শিশু কল্যাণ সংস্থার পাঁচজনকে আটক করা হয়েছে। গ্রাহকদের তালিকা করা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





