টাঙ্গাইলে শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ অপর শিশুকে উদ্ধারের চেষ্টা

উদ্ধারকারী দল
উদ্ধারকারী দল | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইল শহরে লৌহজং নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর আরেক শিশুর মরদেহ উদ্ধারে প্রায় আড়াই ঘণ্টা যাবত চেষ্টা করা হচ্ছে।

আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হচ্ছে ওই এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহ আহসান আদিব ও শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শী শিশু মো. লাবীব মিয়া জানায়, সে ও নিখোঁজ দুই শিশু একসঙ্গে নদীতে গোসলে নামে। নদী থেকে সে উঠলেও আদিব ও মেহেদী নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা নদী থেকে দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করে। মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জানে আলম জানান, এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

সেজু