এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা সেটি নিশ্চিত নয়। তবে যেকোনো গণতান্ত্রিক দেশে, এ ধরনের ঘটনা ঘটতে পারে। এটি বড় করে দেখার কোন বিষয় নয়।’
এ সময় চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে সরকার প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করলেও, অনিয়ম, দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পায় না। এজন্য বিএনপি ক্ষমতায় আসলে আগামীতে সাধারণ মানুষের জন্য নতুন করে চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এতে প্রতি পরিবারে বছরে অন্তত ৫ থেকে ১০ হাজার টাকা খরচ কমবে। এক্ষেত্রে বিএনপি সরকারি সংস্থার সাথে, বেসরকারি হাসপাতাল ও এনজিও সংস্থাগুলোর সেবার সমন্বয় করবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘বেসরকারি খাতে ও এনজিওতে চিকিৎসা সেবায় বিনিয়োগ বাড়ানো হবে। একই সঙ্গে বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার প্রবণতাও কমাতে হবে। এটি ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে। এজন্য চিকিৎসকদের কেউ বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের উপযোগী হয়ে গড়ে উঠতে হবে। যাতে মানুষ চিকিৎসা শব্দের ওপর আস্থা ও ভরসা রাখতে পারে।’





