আদেশপত্রে উল্লেখ করা হয়, উপ-পরিচালক নুরুল আলমের স্থলে বিএডিসি নোয়াখালী বীজ বিপণন বিভাগে ফেনীর উপ-পরিচালক মো. আলী মিয়াজী এবং এএসসি বিভাগে বিএডিসি ফেনীর সিনিয়র সহকারী পরিচালক সুমন চাকমাকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, মৃত ব্যক্তি, প্রবাসী ও অনিয়মিত শ্রমিকদের নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে সরকারি টাকা আত্মসাৎ, চাষিদের প্রশিক্ষণের আয়োজন না করেই প্রশিক্ষণ ভাতা উত্তোলন, আপন ভাইকে ঠিকাদার বানিয়ে মালামাল সরবরাহ না করে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম নিয়ে চলতি বছরের ৪ জুলাই নোয়াখালী বিএডিসি কার্যালয় নিয়ে একটি সংবাদ প্রচার করে এখন টেলিভিশন।
প্রকাশিত সেই সংবাদ এর জের ধরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সুপারিশের আলোকে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় বিএডিসি নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক নুরুল আলমকে নোয়াখালী থেকে চট্টগ্রাম বিএডিসি কার্যালয় বদলি করা হয়।
এদিকে, উপ-পরিচালক নুরুল আলমের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এর প্রাথমিক সত্যতা পেলে তার বিষয়ে বর্তমানে সংস্থাটি অধিকতর তদন্ত কার্যক্রম চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন দুদকের নোয়াখালীর উপ-পরিচালক ফারুক আহমেদ।





