নিহত দুই শিশু লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া (০৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (০৪)। নিহত দুই শিশু চাচাতো ভাই-বোন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পুকুরের পাশে তারা খেলাধুলা করছিল। সেখান থেকে হঠাৎ তারা পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অ.স. ম আব্দুন নূর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।’





