পুলিশ সুপার বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধসহ সাইবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। হিন্দু ধর্মীয় উৎসবকে ঘিরে কেউ গুজব বা উসকানি ছড়ালে কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।’
আরও পড়ুন:
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হোসেন খানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্দির সমিতি সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫৮৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা সদরে ১০৬টি, শ্যামনগরে ৭০টি, আশাশুনিতে ১০৩টি, তালায় ১৯৫টি, কালিগঞ্জে ৪৯টি, কলারোয়ায় ৪৪টি এবং দেবহাটায় ২১টি মণ্ডপ রয়েছে।





