পূজামণ্ডপে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপার

সাতক্ষীরার পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
সাতক্ষীরার পুলিশ সুপারের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে পূজামণ্ডপে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

পুলিশ সুপার বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধসহ সাইবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। হিন্দু ধর্মীয় উৎসবকে ঘিরে কেউ গুজব বা উসকানি ছড়ালে কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।’

আরও পড়ুন:

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হোসেন খানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্দির সমিতি সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫৮৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা সদরে ১০৬টি, শ্যামনগরে ৭০টি, আশাশুনিতে ১০৩টি, তালায় ১৯৫টি, কালিগঞ্জে ৪৯টি, কলারোয়ায় ৪৪টি এবং দেবহাটায় ২১টি মণ্ডপ রয়েছে।

সেজু