পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল সন্ধ্যা হরতাল এবং আগামীকাল (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি রাখা হয়েছিলো। তবে আগামী কিছুদিনের মধ্যেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেজন্য পূজাকে কেন্দ্র করে সকলের দুর্ভোগ কমানোর জন্য মঙ্গলবার ও বুধবারের কর্মসূচি থেকে সরে এসেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।
দাবি আদায়ের জন্য আগামীতে দুই দিন জেলার সব নির্বাচন অফিসের সামনে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।
আরও পড়ুন:
এর আগে আজ দিনভর ঢিলেঢালা হরতাল কর্মসূচি পালন করা হয়। মহাসড়কগুলো অবরোধ করার কথা থাকলেও দিনভর সেখানে দেখা যায়নি কোন নেতাকর্মীকে। বড় গণপরিবহন ছাড়া সড়কে চলেছে সব ধরনের যানবাহন। খোলা ছিলো স্থানীয় সকল রাস্তা এবং দোকানপাট।
গত চার সেপ্টেম্বর বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তারপর থেকেই নানা রকম আন্দোলন কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।





