আজ সকালে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হলেও দুপুর নাগাদ তা ৭ সেন্টিমিটারে নেমে আসে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় নীলফামারীর ডালিয়া পয়েন্টের তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
আরও পড়ুন:
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমারসহ উত্তরের আরও কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।





