বরগুনায় নিজ ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিহতদের বাসায় পুলিশ ও স্থানীয়দের ভিড়
নিহতদের বাসায় পুলিশ ও স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
1

বরগুনার সদর উপজেলায় নিজ ঘরে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) সকালে ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকার মোল্লা বাড়ি থেকে নিহত দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— স্বপন মোল্লা (৩২), পেশায় স্যানিটারি মিস্ত্রি, এবং তার স্ত্রী আকলিমা (২৭)। একই সময়ে ঘর থেকে তাদের ৫ বছর ও ১ বছর বয়সী দুই কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ একাধিক টিম কাজ করছে।

এ ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এসএইচ